আবু সেলিম রেজা
বুকের ভেতর খচখচে ব্যথা;অসহ্য তড়পানি,
কোথায় যে ঠিক;বুঝতে পারি না-শুধুই ছটফটানি!
কোথায় ভীষণ বোঝার পাহাড়;অসহ্য দুর্বহ- দেখতে পারিনা!
শুধু বোঝা যায়-এমনি দুর্বিষহ
তারে খুঁজে ফিরি আঙুলের বোধে-বুঝতে পারি না ঠিক, বুকের ব্যথা;না আঙ্গুলের ব্যথা-কোনটা যে সমধিক।
ডানে খুঁজি;বামে মনে হয়-বাজে বামে খুঁজি;ডান দিকে, ডানে বামে খুঁজি;
মনে হয়-বাজে সারা মনে;সারা বুকে।
মনে মনে বলি;কিছুই হয়নি-সবকিছু ঠিকঠাক, কানে বাজে যেন;দুই কূল প্লাবি-লোনা জোয়ারের ডাক।
উথাল পাথাল সে ব্যথার তোড়ে;ক্লান্ত ধ্বস্ত বেশে, শান্তি-স্বস্তি;হাতড়ে বেড়াই-ক্ষণিকের উদ্দেশে।
মুখ টেনে রাখি নকল হাসি টি!
সুশোভন-মনোরম,
শেষে ঢাকে বুঝি বিষাদের ছায়া-সেটাও পন্ড শ্রম!
মানুষের আছে কর্মপ্রহর;আহার আরাম ঘুম, অসুরের চলে;অবিরাম খেলা-প্রলয় ধ্বংস ধুম।
সেই ব্যথা নাশি;মুখে টেনে হাসি-প্রেতছায়া সাথে লড়ে, যত জঞ্জাল ঝেঁটিয়ে তাড়াই-একটু একটু করে।
লং আইল্যান্ড নিউইয়র্ক ইউএসএ। ২৬.০১.২০২৫ খ্রিষ্টাব্দ।