শাহ্ সুফী শামসুল হুদা মোমিন আল চিশতী
আল্লাহর সকল জ্ঞান এবং শক্তির মূল উৎস এই সেজদা | সেজদার চিহ্ন সেজদাকারীর চেহারায় প্রতিফলিত হয় | উহা দ্বারা সেজদাকারীকে চেনা যায় যদিও উহা তাহার প্রাথমিক অবস্থা | সেজদার প্রভাব হইতে এইরূপ সুফল লাভের দৃষ্টান্ত তৌরিত এবং ইঞ্জিলে উল্লেখিত হইয়াছে | অর্থাৎ, পূর্ববতী সকল ধর্মগ্রন্থে ইহার উল্লেখ আছে | সেজদার আসর বা প্রভাব মানুষের উপর ক্রমে ক্রমে কতটুকু সুফলপ্রসূ হইয়া উঠিতে পারে এবং তাহা দ্বারা মানুষকে কতটুকু আত্নিক শক্তিদান করিতে পারে তাহার দৃষ্টান্ত. নিম্নরূপ : গাছের একটা বীজ বপন করিলে উহা হইতে অতি দুর্বল কচিপাতা বাহির হয় | তারপর গাছটি ক্রমশ নিজেকে শক্তিশালী করিয়া আপন কোমর শক্ত করিয়া দাঁড়ায় এবং পরি ণামে নিজেকে শক্ত করিয়া নিজ কান্ডের উপর প্রতিষ্ঠিত করে | ইহা দেখিয়া বীজ বপনকারী যেমন আশ্চর্যন্বিত হইয়া থাকে, সেজদাকারী মোমিনগণের ক্রমোন্নতি এবং আত্নিক শক্তির বিকাশ দেখিয়া কাফেররাও যেন তেমনই আশ্চর্যন্বিত হয় এবং মোমিনগণের প্রতি ঈষান্বিত হইয়া ওঠে | তাহা হইলে কাফেররাও সেজদার অনুশীলনকর্মে আগ্রহান্বিত হইয়া সালাতকর্মে ব্রতী হইবে | ইহা দ্বারা অর্থাৎ এই দৃষ্টান্ত দ্বারা আল্লাহ তা’ লা সকল আমানু এবং সৎকর্মশীলদিগকে আত্বিক উন্নতি দানের প্রতিশ্রুতি ব্যক্ত করিতেছেন | মুক্তির সোপান মাওলা শাহ্ সুফী শামসুল হুদা মোমিন আল চিশতী