আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) প্রদর্শিত হবে দুটি সিনেমা—‘বলী’ এবং ‘প্রিয় মালতী’। ‘বলী’ সিনেমার প্রদর্শনী শুরু হবে বেলা সাড়ে তিনটায়, আর ‘প্রিয় মালতী’ প্রদর্শিত হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। আজই শেষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ভাষার মাস উপলক্ষে সিনেমা প্রদর্শনী।
চলতি মাসের ৭ তারিখে মুক্তি পাওয়া ‘বলী’ সিনেমা বর্তমানে দেশের প্রেক্ষাগৃহে চলমান। সিনেমাটি ২০২৩ সালে বুসান চলচ্চিত্র উৎসবে নিউ কারেন্টস পুরস্কার জিতে বাংলাদেশের সিনেমার এক বিশেষ অর্জন হয়ে দাঁড়িয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন ইকবাল হোসাইন চৌধুরী, যা তাঁর প্রথম পরিচালিত সিনেমা। বিশেষ প্রদর্শনীতে পরিচালক নিজে টিএসসিতে উপস্থিত থাকবেন।
‘বলী’ সিনেমাটি চট্টগ্রাম অঞ্চলের সমুদ্রঘেঁষা মানুষের ঐতিহ্য ও বলীখেলার ওপর ভিত্তি করে নির্মিত। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, সহশিল্পী হিসেবে রয়েছেন প্রিয়াম অর্চি, ইতমাম, ও এনজেল।
অন্যদিকে, ‘প্রিয় মালতী’ সিনেমাটি গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে এবং এর পরিচালক শঙ্খ দাশগুপ্ত। এটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে প্রদর্শিত হয়। পরবর্তীতে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কারও পায়। সিনেমাটি চরকিতেও প্রদর্শিত হচ্ছে।
‘প্রিয় মালতী’ সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, যেখানে প্রধান চরিত্র মালতী, যে নানা সামাজিক, অর্থনৈতিক ও মানসিক সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যায়। মেহজাবীন চৌধুরী প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করেছেন এই সিনেমায়, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।