শনিবার, দুপুর ১২:১৩, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, দুপুর ১২:১৩, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

উল্লাপাড়া, সিরাজগঞ্জে নিষিদ্ধ পলিথিন ভর্তি ট্রাকসহ ২ জন আটক

উল্লাপাড়া প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাঁচ টন নিষিদ্ধ পলিথিন ভর্তি একটি ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ চৌরাস্তা এলাকায় আঁখি যমুনা হোটেলের সামনে ট্রাকটি আটক করে। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন, রাজশাহী জেলার বাঘমাড়া থানার দেউলিয়া গ্রামের কামরুল হাসান মিন্টু (২৮), যিনি ট্রাক চালক, এবং একই গ্রামের আবদুল্লাহ আল মাহিদ (১৭), যিনি হেলপার।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানিয়েছেন, নিষিদ্ধ পলিথিন ভর্তি ৫ মেট্রিক টন ট্রাকটি ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পুলিশের তল্লাশি করে ট্রাকটি থেকে ৫ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। এ সময় চালক ও হেলপারকে আটক করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top