শনিবার, রাত ১১:৩০, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, রাত ১১:৩০, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে উজানচর ইউপি আঃলীগের নেত্রী গ্রেপ্তার

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার

– রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় করা মামলায় মোছাঃ নাজমা বেগম(৪২) নামে এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম,এর আগে মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উজানচর ইউনিয়নের পশ্চিম উজানচর রমজান মাতব্বর পাড়া থেকে মোছাঃ নাজমা বেগমকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত:নাজমা বেগম উজানচর ইউপির পশ্চিম উজানচর রমজান মাতব্বর পাড়া মো. ইউনুস শেখ এর স্ত্রী এবং উজানচর ইউপির মহিলা আঃলীগের সাবেক সভানেত্রী। পুলিশ জানায়,গত ১০ডিসেম্বর উপজেলার দেবগ্রাম এলাকার মো.শাহজাহানের ছেলে রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র মো.শরিফুল ইসলাম ৫৯ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানা মামলা দায়ের করেন। এছাড়াও আরো ৩ শ’ থেকে ৪ শ’ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলার সন্দিগ্ধ হিসেবে নাজমা বেগমকে গ্রেফতার করা হয়। মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষনসহ নানান ধরনের অস্ত্র দিয়ে হামলা চালায় আঃলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা । এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন ছাত্র নেতাকর্মী আহত হয়। এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত্র ১২টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ সঙ্গী ও ফোর্সসহ উজানচর ইউপির পশ্চিম উজানচর রমজান মাতব্বর পাড়ায় অভিযান চালিয়ে মোছাঃ নাজমা বেগমকে গ্রেফতার করা হয়। দুপুরেই তাঁকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ছবি যুক্ত: নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top