চার বছরের বেশি সময় ধরে আড়ালে ছিলেন চিত্রনায়িকা পপি। খবর রটে, এ সময় তিনি বিয়ে করে সংসারী হন। তবে বিয়ে প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি এই নায়িকা। সম্প্রতি পারিবারিক এক ইস্যুতে আবার আলোচনায় আসেন পপি। তখন কথা বলেন সেই ইস্যু নিয়ে। ওই সময়ে জানিয়েছিলেন, বিয়ের সিদ্ধান্ত, স্বামী-সন্তান নিয়ে আপাতত কিছুই বলবেন না।