শনিবার, রাত ১১:১০, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, রাত ১১:১০, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বংশাল এলাকা থেকে জনসন, সানসিল্কসহ জনপ্রিয় দামি ব্র্যান্ডের নকল পণ্য জব্দ করা হয়েছে

জনসন, সানসিল্ক, ডাভ, হেড অ্যান্ড শোল্ডার্স, প্যানটিনসহ নামী ব্র্যান্ডের নকল প্রসাধনসামগ্রী জব্দ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ বুধবার, রাজধানীর বংশাল এলাকায় বিএসটিআই মোবাইল কোর্ট পরিচালনা করে এসব নকল পণ্য জব্দ করে। বিএসটিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযান শেষে বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বংশালের পেয়ালাওয়ালা মসজিদ সংলগ্ন ৫৮ নম্বর ঠিকানার তৃতীয় তলায় একটি নামহীন নকল প্রসাধনসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লক্ষ্য করে অভিযান চালানো হয়। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা এই অভিযানে নেতৃত্ব দেন। প্রতিষ্ঠানটি কোনো মান নিয়ন্ত্রণ ছাড়াই নামীদামি ব্র্যান্ডের নকল পণ্য উৎপাদন করছিল।

অভিযানের সময় সানসিল্ক, ডাভ, প্যানটিন, হেড অ্যান্ড শোল্ডার্স শ্যাম্পু, প্যারাসুট বেলি ফুল, নবরত্ন তেল, জনসন শ্যাম্পু, বেবি অয়েল, বেবি পাউডার, ভ্যাসলিনসহ নানা দেশি-বিদেশি প্রসাধন মজুত পাওয়া যায়। এসব পণ্যের খালি বোতল, লেবেল, প্রস্তুত করা মালামাল এবং উৎপাদনে ব্যবহৃত ক্ষতিকর কেমিক্যাল ও নিম্নমানের কাঁচামাল পাওয়া যায়। অভিযানে প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি না পাওয়ায় নকল পণ্যগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেন, পবিত্র রমজান উপলক্ষে বাজার তদারকি আরও শক্তিশালী করা হয়েছে। রমজান মাসে খাদ্যপণ্যের পাশাপাশি বিএসটিআইয়ের আওতাভুক্ত সব পণ্যের মান নিয়ন্ত্রণে কঠোর তদারকি শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top