নরসিংদী জেলার শিবপুর উপজেলায় ৩৫ বছর বয়সী কাপড় ব্যবসায়ী কবির আহমেদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জয়নগর ইউনিয়নের শিবপুর-জাল্লারা সড়কের ধনাইয়া এলাকার ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কবির আহমেদ জয়নগর ইউনিয়নের ধনাইয়া এলাকার আলিম উদ্দিনের ছেলে এবং শিবপুর থানার কাছে একটি মার্কেটে কাপড় ব্যবসা করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কবির ব্যবসায়িক কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন এবং মোবাইলে এক নারীর সঙ্গে কথা বলছিলেন। কথা বলার সময় ওই নারী অনুভব করেন যে কবির ছিনতাইকারীর শিকার হয়েছেন। পরে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরিবার এবং প্রতিবেশীরা রাতভর তাকে খোঁজার চেষ্টা করেন, কিন্তু কোনো সন্ধান মেলেনি।
বুধবার সকালে স্থানীয়রা ব্রিজের নিচে কবিরের লাশ পড়ে থাকতে দেখেন। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ভাই, মনির হোসেন বলেন, “রাতে আমরা বিষয়টি জানার পর থানায় গিয়ে অভিযোগ দিয়েছি। আমরা তার খোঁজ করেও সন্ধান পাইনি। সকালে তার মরদেহ পাওয়া যায়। আমরা জানি না, তার কোনো শত্রু ছিল। তবে কিছুদিন ধরে সে এক নারীর সঙ্গে কথা বলছিল। আমরা সন্দেহ করছি, ওই নারীই আমাদের জানানোর পরই তাকে ছিনতাইকারীরা আটকায়।” তিনি আরও বলেন, “আমার ভাইয়ের দুই ছেলে এতিম হয়ে গেছে, আমি তার হত্যার বিচার চাই।”
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, “রাতের ঘটনাটি জানার পর আমরা তার খোঁজ করেছি, কিন্তু পাওয়া যায়নি। পরে সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মোটরসাইকেল এবং মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে। শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আমরা কবিরের ব্যবসায়িক সহকর্মীসহ ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছি। আশা করছি, দ্রুত রহস্য উদঘাটন করতে পারবো।”
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।