নিউজ ডেস্ক,
আজ আটই ফাল্গুন, একুশে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্র ভাষা বাংলা করার দাবীতে তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অকুতোভয় বাংলার ছাত্র জনতা ফুঁসে উঠেছিল এবং ১৪৪ ধারা ভংগ করে ভাষার দাবীতে রাজপথে মিছিলে নেমেছিল। কিন্তু শাসক গোষ্ঠীর নির্মম বুলেট সেদিন ভাষা আন্দোলনের বিপ্লবী জনতার বুক ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। সে বুলেটে শহীদ হয়েছিলেন রফিক, সালাম,জাব্বার, বরকতসহ আরও অনেকে।
বাংলা ভাষাকে মায়ের ভাষা বলে, রাষ্ট্র ভাষার মর্যাদা সমুন্নত রাখতে দিতে হয়েছিল বুকের তাজা রক্ত, রক্ত দিয়েই কেনা হয়েছিলো বাংলা ভাষা এবং স্বাধীন বাংলাদেশের শুভ অংকুর। সারা বিশ্ব বিস্মিত হয়েছিল, স্তম্ভিত হয়েছিল ভাষার জন্য দেয়া এ মহান আত্মত্যাগের ঘটনা জেনে। দেরিতে হলেও এই আত্মত্যাগের সন্মানে আমাদের একুশ বিশ্ব দরবারে আন্তর্জাতিক মাতৃভাষার গৌরব ও সন্মান অর্জন করতে পেরেছে। টাইম বুলেটিন টুয়েন্টি ফোর এবং মানুষমক্কা ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও দায়িত্বশীলতার প্রতিশ্রুতি জ্ঞাপন করছে। শুভ হোক বাংলা ভাষার, শুভ
বাংলাদেশের।