নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ- ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে দৌলতদিয়া ৪নং ফেরি ঘাট থেকে ৪ মণ জাটকা ইলিশ মাছ সহ ৩ জেলেকে আটক করেছে পুলিশ। জব্দকৃত জাটকা ইলিশ মাছ কয়েক টি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার – সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান এর দিকে নির্দেশনা ও দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ এনামুল হকের তত্ত্বাবধায়নে এস আই লূৎফর রহমান সঙ্গীয় ফোর্স ফেরি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে । অভিযানে দেবগ্রাম ইউনিয়নের মুন্সীর বাজার গ্রামের সাঈদ সরদারের ছেলে নয়ন সরদার (২৭) ,দৌলতদিয়া ইউনিয়ন শাহজউদ্দিন পাড়া গ্রামের ওহেদ মন্ডলের ছেলে ইসহাক মন্ডল (৫০) ও দৌলতদিয়া ইউনিয়নের মুন্সির বাজার গ্রামের মৃত ইন্তাজ আলী সরদারের ছেলে হযরত সরদার (৭০) কে মৎস্য রক্ষা সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারায় ৫ হাজার টাকা জরিমান করে ছেড়ে দেয়। গত দুই মাস যাবত গোয়ালন্দের পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ভোর থেকে গভীর রাত পর্যন্ত জাটকা ইলিশ মাছ নিধন চলছে । বিভিন্ন মাছের আড়ৎ ও হাটবাজারে জাটকা ইলিশ বিক্রয় করছেন অসাধু জেলেও মৎস্য ব্যবসায়ীরা জাটকা ইলিশ মাছ রক্ষায় নিয়মিত ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে নৌ-পুলিশ ও উপজেলা প্রশাসনের।
ছবি যুক্ত: নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-