নিউজ ডেস্ক –
আজ ২০ ফেব্রুয়ারি ২০২৫, সৃষ্টি ভিশনের প্রযোজনায় বিকেল ৫ টায় প্রচারিত হচ্ছে আধুনিক ফোক ধারার একটি গান ‘আমি হয়ে আছি পরবাসী কবে যাব আপন বাস’। গানটি পরিবেশন করেছেন এনেট ক্রুজ। এনেট ক্রুজ জন্মান্ধ, কিন্ত এ সীমাবদ্ধতা তাকে তাকে খুব একটা দমাতে পারেনি। জীবন ধারনের জন্য আর দশজন স্বাভাবিক মানুষের মতই পেশাজীবি হয়ে উঠেছেন। সাভারে তিনি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। জীবনের বড় একটি অংশ মননশীলতা, মনের খোরাকের যোগান দেয়া, যার প্রকাশ শিল্পের বহুমাত্রিক মাধ্যমে। এনেট শিল্পের তাগিদেই হয়ে উঠেছেন গায়ক। অদম্য ইচ্ছে শক্তিই তাকে সাহস যুগিয়েছে। এই সাহস ও শিল্প দরদ বুঝতে পেরেছেন এ সময়ের জননন্দিত মিউজিক কম্পোজার এ এইচ জীবন। তিনি এনেটকে নিয়ে এসেছেন দর্শকদের সামনে। এনেটের উপযোগী করে সুরও বেঁধেছেন এ এইচ জীবন। গানটি কথা লিখেছেন ফারুক ওমর অধীন। ভিডিও ও কলাকুশলী টীম রয়েল বেঙ্গল টাইগার। গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে বলে এনেট আশা প্রকাশ করেন।