আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের স্মরণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত প্রথম প্রহরে, রাত ১২টা ২ মিনিটে তিনি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ফুল দেওয়ার পর ১২টা ৩ মিনিটে তিনি শহীদ মিনার ত্যাগ করেন।
এর আগে রাত ১১টা ৫৯ মিনিটে রাষ্ট্রপতি শহীদ মিনারে প্রবেশ করেন। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।
এর আগে, রাজু ভাস্কর্যের সামনে বিপ্লবী ছাত্র পরিষদ নামক একটি সংগঠন বিক্ষোভ করে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অপসারণসহ ছাত্রলীগ নিষিদ্ধের দাবি তুলে। রাত ১১টা ২০ মিনিটে তারা টিএসসি থেকে মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে রওনা হয়। প্রথমে তাদের বাধা দেওয়া হলেও পরবর্তীতে তারা শহীদ মিনারের কাছে পৌঁছাতে সক্ষম হয় এবং রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে।
ইত্তেফাক/এনএন