ওয়াহিদার হোসেন।
ছন্দে অপূর্ব ভাঙো
ভাঙাও জরুরি
রোদে জলে না ভিজলে
কিভাবে কাতর হবে?
মনমরা ঢেউটিকে চিনবে কিভাবে?
যে তোমার অগতির গতি
সেই ইশ্বর বেবাগ ভুলেছে বান্দা
তুমি ভেজো ঋতুমতী হাঁস
তোমার প্রেমিক
রোদে পুড়ে
তৃষ্ণায় কাতর হয়ে ওঠে
বিয়ে বাড়ি ভোজপর্ব
কাসার বাসন
ভালো থাকো
ভালো থাকাও জরুরি
কিভাবে তোমাকে বলি খুব প্রয়োজন
তোমাকে নিভৃতে হারাবো
রিশপের অলৌকিক সন্ধ্যায়
গ্লাসে টলোমলো হলে রাত
গন্তব্য জটিল
তোমার মরদ ফিরলে
আঁচলের হাওয়া দিও
সুডৌল শয্যা পেতে দিও
আমার আর কি আছে
পাগলা মানুষ
পুড়ে পুড়ে ভিজে ভিজে
অভ্যাস হয়েছে!
মানুষ তো অভ্যাসের দাস!
রাঙ্গালিবাজনা।আলিপুরদুয়ার। ভারতবর্ষ।
পিনকোড-৭৩৫২১৩