শনিবার, রাত ১১:২৯, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, রাত ১১:২৯, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

দুুদু: বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করা উচিত নয়

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই চলছে। যারা এই ১৭ বছরকে অস্বীকার করেন, তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন বলা যাবে না।”

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “ওলটপালট করলে আপনাদেরই ওলটপালট হয়ে যাবে।”

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভাষা আন্দোলনের ইতিহাসের বিকৃতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, “ভাষা আন্দোলনে প্রধান ভূমিকা ছিল ছাত্রদের, কিন্তু কিছু রাজনৈতিক দল এটিকে পুরোপুরি শেখ মুজিবের অবদান বলে দাবি করছে।”

তিনি আরও বলেন, “এখন আবারও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং বিএনপির অংশগ্রহণকে উপেক্ষা করা হচ্ছে। কিছু আঁতেল ছাত্রদের দ্বারা শাসিত হচ্ছে, যারা জানে জনগণ তাদের সঙ্গে নেই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top