উল্লাপাড়া হতে আব্দুস ছালাম শেখ।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি তে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বন্যাকান্দি এন,এম হাই স্কুল মাঠে অত্র বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সুশীল সমাজ এবং রাজনৈতিক নেতাদের সমন্বয়ে এক শোক র্যালী বাজার ও মাঠ প্রদক্ষিণ করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুর রশিদ, শিহাব উদ্দিন, রফিকুল ইসলাম বাবলু,মনজুরুল আলম প্রমূখ। সম্মানিত অতিথি হিসেব উপস্থিত ছিলেন পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুস ছালাম শেখ, পঞ্চক্রোশী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তাজমুল হাসান দুলাল সহ অনেকেই।