রবিবার, রাত ১:৪৭, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার, রাত ১:৪৭, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আগে স্থানীয়, সংস্কার শেষে জাতীয় নির্বাচন চান জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগে স্থানীয় নির্বাচনগুলো সম্পন্ন করা উচিত, যাতে জনগণ তাদের সেবা পেতে পারে। তিনি বলেন, যথাযথ সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই জাতীয় নির্বাচন আয়োজন করা উচিত।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরো বলেন, দেশের ন্যূনতম রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার নিশ্চিত হওয়ার পরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তিনি পিআরআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের পক্ষে মত দেন, যাতে কেউ ভোট হারায় না এবং প্রতিটি ভোটের সঠিক মূল্য নির্ধারিত হয়।

এছাড়া, চাঁদাবাজদের উদ্দেশ্যে তিনি বলেন, “আল্লাহ ভিক্ষাকে হালাল করেছেন, তবে চাঁদাবাজিকে হারাম করেছেন। তাই চাঁদাবাজি না করে ভিক্ষা করাও উত্তম।” তিনি চাঁদাবাজদের সহায়তা দেয়ার প্রস্তাবও দেন, তবে তাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য চাঁদাবাজি পরিহার করতে আহ্বান করেন।

এ পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। সভাটি পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল উদ্দিন, সাবেক জেলা আমির মাওলানা আবদুর রহিম পাটওয়ারী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top