নাজমুল হোসেন, স্টার রিপোর্টার-
রাজবাড়ির গোয়ালন্দে নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত্রে গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে এ নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত টুর্নামেন্টে গোয়ালন্দ উপজেলা সহ ১৬ টি দল অংশগ্রহণ করেন। প্রথম রাউন্ডে ১৬ টি দল ৮টি সেটে খেলায় অংশগ্রহণ করে, এখান থেকে ৮ টি দল পরাজিত হয়ে যায়। পরে ৮টি দলের ৪টি সেটে খেলায় অংশগ্রহণ করে। ৪টি দলের ২টি সেটে
খেলায় অংশগ্রহণ করে এখান থেকে ২ টি দল পরাজিত হয়ে যায় , ২ টি দল থেকে যায়।
সেই দুই দল হল:গোয়ালন্দ ঘাট থানা বনাম আবাবিল এন্টারপ্রাইজ একে অপরের মোকাবিলা করে ফাইনাল খেলায় নির্ধারিত এক সেটের খেলায় গোয়ালন্দ ঘাট থানা ৩১-২৯ পয়েন্টের ব্যবধানে আবাবিল এন্টারপ্রাইজ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গোয়ালন্দ ঘাট থানার পক্ষে ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম ও বাঁধন, এবং আবাবিল এন্টারপ্রাইজের পক্ষে তূর্য ও সম্রাট খেলায় অংশগ্রহণ করেন।
ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল ও রানার আপের হাতে পুরস্কার তুলে দেন চুয়ালন্দ ঘাট থানার (তদন্ত) কচি উত্তম কুমার ঘোষ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলার ক্রীড়া সংগঠন ও ও ব্যাডমিন্টন খেলোয়াড় মো.রাজিব খান ওসমান , সঞ্চালনায় ছিলেন,আফরা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আল্লাহ আসাদুল আলম সুজন।