নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার- রাজবাড়ীর গোয়ালন্দে একটি বিদেশি পিস্তল ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন সহ আবুল কাশেম সুজন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া থেকে অস্ত্র ও গুলিসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলো: রাজবাড়ী জেলা রাজবাড়ী সদর থানার, মাটিপাড়া বড়মুরারিপুর এলাকার মৃত জনাব আলী মিয়ার ছেলে আবুল কাশেম সুজন । পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার উত্তর দৌলতদিয়া পূর্ব পাড়া (যৌনপল্লী) এর ভিতরে আইয়ুব মেম্বার এর বাড়ির ভাড়াটিয়া সীমা আক্তার ওরফে লাখীর কক্ষ হতে ৭.৬৫ বিদেশি ১ পিস্তল ও ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড ৭.৬৫ গুলি সহ তাঁকে গ্রেফতার করা হয়। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ অতি রাকিবুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় একটি অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করে সাত দিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে। ছবি যুক্ত: নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার
Enter