রবিবার, রাত ১:৪৮, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার, রাত ১:৪৮, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

উল্লাপাড়া প্রতিনিধি –
রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খালিয়াপাড়া গ্রামে ছিল তার নিবাস। তিনি ছিলেন সদালাপী , মিশুক প্রকৃতির ও জনবান্ধব।
রফিকুল ইসলাম শিল্প সাহিত্যের মানুষ ছিলেন, লিখেছেন কবিতা, প্রবন্ধ ও গল্প। তার লেখালেখির প্রতি দূর্নিবার আগ্রহ সৃষ্টি হয়েছিল নজরুল চর্চা থেকে। কাজী নজরুল ইসলামের সৃষ্টি কর্ম নিয়ে নিজ তাগিদেই করেছেন অনুশীলন, গবেষণা। কবি নজরুলের প্রতি গভীর ভালোবাসাই কবির ইহধাম ত্যাগের কালে উল্লাপাড়া থেকে পিজি হাসপাতালে ছুটে গিয়েছিলেন লেখক রফিকুল ইসলাম, অংশ নিয়েছেলেন কবির জানাজা ও ঢাবি মসজিদের পাশে কবিকে সমাহিত করার শুভ কাজে।
লেখক স্বত্ত্বার অধিকারী রফিকুল ইহধামের মায়া ত্যাগ করে মৃত্যুকে আলিংগন করেন গতকাল ২২ ফেব্রুয়ারী রাত ১২:৩০ ঘটিকায় নিজ বাড়ীতে। মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মৃত্যুতে লেখক সাংবাদিক ও তার গুণগ্রাহীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
গতকাল পড়ন্ত বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় খালিয়াপাড়া মাঠে তার জানাজা শেষে একই গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত ও মুক্তিযুদ্ধ কামান্ডার আবুল হোসেন।

মৃত্যুকালে তার

বয়স হয়েছিল ৭৪ বছর!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top