নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-
ছবি যুক্ত: নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার
সুষ্ঠ ভাবে বাচ্চাদের বেড়ে ওঠার জন্য সাংস্কৃতির সাথে পরিচয় ঘটানো।সংগীত,নৃত্য,কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন এর আপনার শিশুকে মানসিক বিকাশের সহায়তা করে । তাই লেখা পড়ার পাশাপাশি তাঁদেরকে সামাজিক জ্ঞানে পরিপূর্ণ করতে হলে অবশ্যই সাংস্কৃতি অঙ্গনের সাথে সম্পৃক্ত রাখতে হবে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহাদুর পুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী সাংস্কৃতি প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মো.আজিজুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা: মুন্সী বাহাদুর আলীর ছেলে ডাঃ জাহিদুল ইসলাম, গোয়ালন্দ ইন্সট্রাক্টর, ইউ,আর,সি, মো. নজরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন নাহার, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মজিবর রহমান মাস্টার, মোশারফ হোসেন চুন্নু, বিশিষ্ট ব্যবসায়ী প্রমুখ। আরো উপস্থিত ছিলেন,অভিভাবক প্রতিনিধি, স্কুলের অন্যান্য শিক্ষক মন্ডলী ও কোমলমতি শিক্ষার্থীরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন বিচারক মন্ডলী হিসেবে দায়িত্বে ছিলেন,মো. কবির হোসেন ,মৌসুমী আক্তার, মো. আব্দুল হালিম মিয়া (টিটু)। সকল অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন,বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক জালাল উদ্দিন বিশ্বাস ।