শনিবার, সন্ধ্যা ৭:৫৫, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, সন্ধ্যা ৭:৫৫, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

যারা দেশকে নতুনভাবে গড়তে চায় না, তারা এখনই নির্বাচন চায়: ফরহাদ মজহার

লেখক, কবি, প্রাবন্ধিক, রাজনৈতিক বিশ্লেষক এবং রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার বলেছেন, যারা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে চায় না, তারা এখনই নির্বাচন আয়োজনের দাবি করছে। তারা বলছে, “আমরা এখনই সরকার গঠন করতে চাই।” এদের উদ্দেশ্য হলো, তারা ১৫ বছর লুটপাট করেছে এবং তারা আরও ১৫-২০ বছর একইভাবে লুটপাট করতে চায়—এটাই বর্তমান পরিস্থিতি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহ রহ. এর ৫৭তম স্বরণোৎসব ও বার্ষিক ওরসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, আশুগঞ্জ থানা কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন প্রমুখ।

এ সময় তিনি সারাদেশে বিভিন্ন মাজারে ভাঙচুরের ঘটনার উল্লেখ করে বলেন, যারা মাজার ভেঙেছে, তাদের কথা ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তারা বিদেশি শত্রু। তারা দেশের গণঅভ্যুত্থানকে নস্যাৎ করে আবারও দিল্লির তাবেদারি প্রতিষ্ঠা করতে মাজার ভাঙছে। এরা জনগণকে বিভ্রান্ত করছে। তিনি সতর্ক করে বলেন, যদি আমরা সাবধান না হই, তবে আমাদের দেশ আবারও দিল্লির অধীনে চলে যেতে পারে।

বই মেলায় হামলার বিষয়ে তিনি বলেন, বাংলা একাডেমিতে যে ঘটনা ঘটেছে, তা পরিকল্পিত ছিল। প্রকাশককে যখন বলা হয়েছিল যে, কিছু বই দেশের জাতীয় মেলায় প্রচার করা যাবে না, কারণ তারা দেশের জনগণের পক্ষের নয়, বরং ভারতের বিজিবির পক্ষে; তখন প্রকাশক তাদের বই সরিয়ে না নিয়ে “জয় বাংলা” স্লোগান দিয়েছিলেন এবং পরাজিত শক্তির পক্ষে সওয়াল করেছিলেন। এরপরও সেখানে কোন বড় ঘটনা ঘটেনি। তিনি বলেন, এক শ্রেণির ব্যক্তি ভারতের পক্ষের লেখিকাদের সমর্থন করছে, যা দেশের জনগণের বিরোধী।

আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহ রহ. এর ৫৭তম স্বরণোৎসব, লোকজ মেলা ও বার্ষিক ওরশে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিল্পী, লালন, বাউল ও পালাগান পরিবেশন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top