ঢোলবাদনের সুরে শুরু হয়েছিল অনুষ্ঠানটি, এরপর ছিল নাচ এবং পাঁচ কবির বিভিন্ন মেজাজের গানের পরিবেশন। কবিদের জীবন ও কর্ম নিয়ে তথ্যচিত্রও প্রদর্শিত হয়। এসব আয়োজনে গত শনিবার রাতে সরগরম হয়ে ওঠে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তন।
বাংলা সাহিত্যের পাঁচ বিখ্যাত কবি—রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ সেন এবং রজনীকান্ত সেনের জীবন ও সৃজনশীলতা নিয়ে সংগীতসন্ধ্যা ‘পঞ্চদ্যুতি’ আয়োজন করেছিল মৌলভীবাজারের সাংস্কৃতিক সংগঠন রবিরশ্মি। আয়োজকদের বক্তব্য অনুযায়ী, এই পাঁচ কবিকে একত্রে শ্রোতা-দর্শকের সামনে উপস্থাপন করতেই তাদের এই বিশেষ আয়োজন।
শনিবার সন্ধ্যা ছয়টার কিছু পর থেকেই মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দর্শকদের আগমন শুরু হয়। প্রায় সাতটার দিকে অনুষ্ঠান শুরু হয়। আবৃত্তিশিল্পী প্রত্যুষ তালুকদারের সঞ্চালনায় প্রথমে মঞ্চে আসেন রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ মৌলভীবাজারের সভাপতি দিলশাদ পারভীন এবং নাট্যকার খালেদ চৌধুরী, যারা আয়োজনে সফলতা কামনা করেন। এরপর রবিরশ্মির সংগঠক, সংগীতশিল্পী মমিতা সিনহা অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন।