শনিবার, রাত ১১:১৪, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, রাত ১১:১৪, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

।। এডওয়ার্ডের মাঠ ।। 


কলমে # মোঃ রফিকুল ইসলাম 

আড্ডা’য় ভরা স্বাদের জীবন 

কতোই মধুর কাটে 

ফুচকা খাওয়া.. কফির আড্ডা 

এডওয়ার্ডের মাঠে ! 

সারাক্ষণে এদিকসেদিক 

সন্ধ্যা হলেই আসে 

কলেজ পাড়ার ফর্সা মেয়ে 

চাঁদের মতো হাসে ! 

সাদা গোলাপ সু-প্রভাতে

লাল গোলাপে আশা– 

পথের ধারেই বরই গাছে 

দোয়েল পাখির বাসা! 

জোঁড়া দীঘি শেওলা-পানা

বালিহাঁসের ঝাঁক–

সামনে মাসে ফাগুন আসে 

কোকিল সুরে ডাক! 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top