কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে, যা সহিংসতায় রূপ নেয়। এ সময় বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায় এবং শিহাব কবির নাহিদ (৩০) নামে এক তরুণের মৃত্যু হয়। তিনি সমিতিপাড়ার প্রবীণ শিক্ষক মো. নাছির উদ্দিনের ছেলে। আজ সোমবার দুপুরে ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, বেলা সাড়ে ১১টার দিকে সমিতিপাড়া ও কুতুবদিয়া পাড়ার পার্শ্ববর্তী এলাকায় জাহেদ হোসেন নামে এক তরুণের সঙ্গে বিমানবাহিনীর একটি তল্লাশিচৌকিতে হেলমেট পরা নিয়ে তর্কাতর্কি হয়। এরপর জাহেদের আত্মীয়-স্বজনরা বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটি এবং সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। আধা ঘণ্টার মতো চলতে থাকা এ সংঘর্ষের মধ্যে গুলির শব্দ শোনা যায়।
শিহাব কবির নাহিদ মাথায় আঘাত পান এবং স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার দাবি করেছে যে, শিহাব গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
এ ঘটনার পর, স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে বিমানবাহিনীর ঘাঁটির দিকে এগিয়ে আসেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুপুর ১২টার দিকে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করেন। বর্তমানে এলাকাটি থমথমে রয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।