শনিবার, রাত ১০:৫৭, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, রাত ১০:৫৭, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াত গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেছে দলটি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, ২১ ফেব্রুয়ারি গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দলের আমির ডা. শফিকুর রহমান।

বিবৃতিতে জানানো হয়, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জামায়াতে ইসলামী ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীর সিনিয়র নেতাদের অনুরোধের প্রেক্ষিতে আমির ডা. শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন।

এর আগে, জামায়াতে ইসলামী কারাবন্দি নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ‘গণঅবস্থান’ কর্মসূচি ঘোষণা করেছিল, যা ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত হওয়ার কথা ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top