মাজার ভাঙচুর প্রতিরোধী সর্বজনীন ঐক্যজোট গতকাল ২৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগরীর গুলিস্তানে অবস্হিত হযরত গোলাপ শাহ মাজারে গণঅবস্হান কর্মসূচি পালন করে। গণঅবস্হান কর্মসূচিতে আগত বিভিন্ন মাজার ও দরবার থেকে ভক্ত আশেকান জানান, উগ্রবাদী দূর্বৃত্ত গোষ্ঠীর দ্বারা আবারও সম্প্রতি সারাদেশে সুফি স্হাপনা ও মাজার ভাঙচুরের ঘটনা ঘটে চলেছে। অনুষ্ঠানে বক্তারা এর তীব্র প্রতিবাদ জানান এবং এই ঘটনার পুনরাবৃত্তি হলে তারা কঠোর কর্মসূচি দিবেন বলে ঘোষণা দেন।
তারা বলেন, যে যার ধর্ম বিশ্বাস নিয়ে ধর্ম পালন করবে, তাতে কোন বিরোধ থাকার কথা নয়। কিন্তু চলমান আচরণগুলো ন্যাক্কারজনক এবং কোন ধর্মদর্শনই তা সাপোর্ট করতে পারেনা। সকলের সহযোগিতা ও সহমর্মিতায় একটি মানবিক সমাজ গঠনের আহবান জানিয়ে গণঅবস্হান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়