রবিবার, রাত ১:৩৫, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার, রাত ১:৩৫, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে  মানববন্ধন অনুষ্ঠিত

ছবি যুক্ত: স্টাফ রিপোর্টার-

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-

“ধর্ষক মুক্ত সমাজ চাই, নিরাপদ জীবন চাই,এই স্লোগানে” 

দেশব্যাপী ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষণকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন এলাকায় এসে শেষ হয়। 

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন,দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। প্রশাসন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হলে জনগণ নিজেই বিচার হাতে তুলে নিতে বাধ্য হবে। 

তাঁরা আরো বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, অংকুর কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রউফ হিটু, সাধারণ শিক্ষার্থী হাসিবুল ইসলাম শিমুল, মিরাজুল মাজিদ তূর্য, মেহরাপ শিকদার, ফাতেমা তুজ জহুরা, মোঃ সুমন, রাব্বী শেখ,সুবর্ণা, মাহমুদা সুলতানা কনা প্রমুখ।

c

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top