আগামী ২৮ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল ঘোষণা করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সারজিস আলম। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, এটি বহু আশা, আকাঙ্ক্ষা এবং ত্যাগের ফলস্বরূপ একটি নতুন যাত্রা। বৈষম্যবিরোধী এবং জাতীয় নাগরিক কমিটির সম্মিলিত প্রচেষ্টায় এই নতুন দল গঠিত হচ্ছে।
সারজিস আলম আরও বলেন, ‘জাতীয় সংসদ ভবনকে সামনে রেখে দল ঘোষণা করা হবে, যেখানে অতীতে জাতীয় সংসদকে ব্যক্তি স্বার্থে ব্যবহৃত হয়েছে। এবার জাতীয় সংসদ হবে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার স্থান।’