শনিবার, বিকাল ৫:৫৭, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, বিকাল ৫:৫৭, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে ৬০২ ফিলিস্তিনি ইসরায়েলিদের হাত থেকে মুক্তি পাচ্ছে।

গত শনিবার ইসরায়েল কর্তৃক ৬০২ নিরীহ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা ছিল, তবে হামাস তাদের কাছে থাকা ছয় জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর, বন্দি মুক্তির প্রক্রিয়া আটকে দেয় ইসরায়েল। তবে অবশেষে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) তারা মুক্তি পেতে যাচ্ছেন। এর আগে, হামাস আরও চার ইসরায়েলি জিম্মির মরদেহ মিসরের মাধ্যমে ইসরায়েলে পাঠাবে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই চার মরদেহের মধ্যে তাসি ইদান, ওহাদ ইয়ালোমি, ইতজিক এলগারাত এবং সোলোমো মান্তজুর রয়েছেন। এগুলো ইসরায়েলে পাঠানোর আগে মিসরে হস্তান্তর করা হবে। তবে, মরদেহ হস্তান্তরের সময় কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

প্রায় ১০ দিন আগে, হামাস ইসরায়েলের চার জিম্মির মরদেহ ফেরত দেয় এবং সশস্ত্র গোষ্ঠীটি সেই সময় মঞ্চে কফিন প্রদর্শন করে, যা নিয়ে ইসরায়েল আপত্তি জানায়। এরপর, যখন ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার সময় আসে, তখন ইসরায়েল তাদের চুক্তি ভঙ্গ করে।

১৫ মাসের যুদ্ধের পর, ১৯ জানুয়ারি থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হলেও এটি ছিল ‘ভঙ্গুর’ এবং যুদ্ধবিরতির পরেও গাজায় হামলা পুরোপুরি বন্ধ হয়নি। ১৯ জানুয়ারির পর ইসরায়েলের গুলি বা ড্রোন হামলায় গাজায় আরও শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। (সূত্র: টাইমস অব ইসরায়েল)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top