মোঃ রফিকুল ইসলাম
স্বপ্ন ছোঁয়ার লেখা পড়ায়
মন রাঙিয়ে হাসো,
লক্ষি এবার তারার মেলায়
চাঁদের দেশে বাঁচো!
মনোযোগের লেখা পড়ায়
আলোর ঝলক মেলে,
বাবা’য় আঁকা স্বপ্নগুলো
ডানায় তুলে নিলে!
জানার ইচ্ছা’য় আলস্য নেই
স্বাধীন চেতায় লড়ি,
অন্ধকারে তুড়ি মেরে
আলোর পাতালপুরী!
ছলচাতুরী মিথ্যা গুজব
আপোষ করা মানা,
প্রতিবাদে আলোর মিছিল
এটাও ছিল জানা!
অনেক সাধের ময়না পাখি
দেখবো নয়ন ভরে,
ভালোবাসা’য় জড়িয়ে রেখো
হৃদয় গগন জুড়ে!
।। আমার মেয়ে ।।
মোঃ রফিকুল ইসলাম
স্বপ্ন ছোঁয়ার লেখা পড়ায়
মন রাঙিয়ে হাসো,
লক্ষি এবার তারার মেলায়
চাঁদের দেশে বাঁচো!
মনোযোগের লেখা পড়ায়
আলোর ঝলক মেলে,
বাবা’য় আঁকা স্বপ্নগুলো
ডানায় তুলে নিলে!
জানার ইচ্ছা’য় আলস্য নেই
স্বাধীন চেতায় লড়ি,
অন্ধকারে তুড়ি মেরে
আলোর পাতালপুরী!
ছলচাতুরী মিথ্যা গুজব
আপোষ করা মানা,
প্রতিবাদে আলোর মিছিল
এটাও ছিল জানা!
অনেক সাধের ময়না পাখি
দেখবো নয়ন ভরে,
ভালোবাসা’য় জড়িয়ে রেখো
হৃদয় গগন জুড়ে!