শনিবার, রাত ৮:০০, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, রাত ৮:০০, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

অমর একুশে বইমেলা ২০২৫ শেষ হলো শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি

অমর একুশে বইমেলা ২০২৫ শেষ হলো শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি। এ বছর বইমেলার সময় বাড়ানো হয়নি। । বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. সরকার আমিন এই তথ্য জানান।

তিনি বলেন, বিভিন্ন বিষয় বিবেচনা করে এবারে বইমেলার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে, নির্ধারিত সময়েই সব কার্যক্রম শেষ হবে। শুক্রবার ফেব্রুয়ারির শেষ দিন হওয়ায়, সে দিনই এবারের বইমেলা শেষ হবে।

এবারের বইমেলা আয়োজনে অনেক চ্যালেঞ্জ ছিল, তবে সব বাধা অতিক্রম করে সফলভাবে বইমেলা আয়োজন করা সম্ভব হয়েছে বলে তিনি জানান। বইমেলা এখন শুধু বই বিক্রির হাট নয়, এটি এক সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে যেখানে লেখক ও পাঠকদের সম্পর্ক গড়ে ওঠে।

বাংলা একাডেমি ভবিষ্যতে নিজস্ব ব্যবস্থাপনায় বইমেলা আয়োজন করতে পারে কিনা জানতে চাইলে তিনি জানান, এর আগে বাংলা একাডেমি এককভাবে বইমেলা আয়োজন করেছিল, তবে এবারের আয়োজন বিভিন্ন ইভেন্টের ওপর নির্ভরশীল ছিল। ভবিষ্যতে এই বিষয়ে পুনর্বিবেচনা করা হবে।

অমর একুশে বইমেলা ২০২৫ এর উদ্বোধন হয়েছিল ১ ফেব্রুয়ারি, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top