ওয়াহিদার হোসেন
তোমার নীরবতার মানে কি বুঝবো?
সকাল ১০ টা
তাকিয়ে দ্যাখোনা?
আঙুলে ঝুঁকি নিয়ে
উঁকি নিয়ে
তুমি তাকাওনি
পরের স্টপেজে ভবিষ্যৎ রেখে
সাইকেল নিয়ে চলে গেছ ভিন্ন সময়ে
ছায়া দেখে ভেবেছি
এই আমার উত্তরাধিকার
ধানী জমি
প্রবাল
যুবকের সিনায় দগ্ধ ট্যাটুর মতো
ক্রিকেট বলের
নরম স্বপ্ন
টিয়াবনের পলাশকে শোনাই ভীমপলাশি
রাতের দ্রুতগামী চার্জড হেডফোনে
ভুল বানানে গড়ায়
পরিযায়ী মেঘ
একদিন
দেখা হবেই
একদিন
আমি বাস থেকে নেমে
দেখতে চাই
বাস তোমাকে নিয়ে কোথায় চলে গেছে
আমি যেখানকার ইট সেখানেই
আছি
মাজার হলোনা!
@ওয়াহিদার হোসেন।।