শনিবার, সন্ধ্যা ৬:৩৭, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, সন্ধ্যা ৬:৩৭, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কাবা শরীফ তারাবি নামাজের জন্য প্রস্তুত

পবিত্র মাহে রমজানকে ঘিরে মুসলিম বিশ্বে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সিয়াম সাধনার এই মহিমান্বিত মাসকে যথাযথভাবে পালনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এর অংশ হিসেবে পবিত্র কাবা শরিফকে পরিপূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে, যাতে ধর্মপ্রাণ মুসলিমরা নিরবচ্ছিন্নভাবে ইবাদত-বন্দেগি করতে পারেন।

হিজরি ১৪৪৬ সনের পবিত্র মাহে রমজান উপলক্ষে পবিত্র কাবা শরিফে তারাবির নামাজের আয়োজন চূড়ান্ত করা হয়েছে। মুসল্লিদের জন্য বিশেষ প্রস্তুতি হিসেবে কাবা চত্বরে নতুন সবুজ কার্পেট বিছানো হয়েছে, যেখানে তারা আরামের সঙ্গে নামাজ আদায় করতে পারবে

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মসজিদের আশপাশের অবকাঠামোর ছাদেও এই কার্পেট বিছানোর কাজ সম্পন্ন করা হয়।

মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ সম্পর্কিত ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইনে’ প্রকাশিত ছবিতে দেখা গেছে, পুরো কাবাচত্বর সবুজ কার্পেটে আচ্ছাদিত করা হয়েছে।

এদিকে, আজ বৃহস্পতিবার সৌদি আরবে রমজানের চাঁদ দেখার জন্য দেশটির সুপ্রিম কোর্ট সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছেন।

সৌদি রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানান, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুসারে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে। যদি তা দেখা যায়, তবে আগামীকাল ১ মার্চ থেকে সৌদি আরবে রোজা শুরু হবে।

তিনি আরও জানান, এ বছর রমজান ২৯ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী, ৩০ মার্চ সৌদিতে ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে চাঁদ দেখা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট ঘোষণা করবেন।

রমজানকে ঘিরে পবিত্র মসজিদুল হারামে প্রতিদিন লাখো মুসল্লির সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। সুষ্ঠু ও নির্বিঘ্ন ইবাদতের জন্য কর্তৃপক্ষ পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top