শনিবার, রাত ১১:২৬, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, রাত ১১:২৬, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

‘তৌহিদি জনতা’ ব্যানারে মাজারের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় শুক্রবার সন্ধ্যায় রানীগঞ্জ এলাকার বিরাহিমপুর গুচ্ছগ্রামের রহিম শাহ বাবা ভান্ডারী মাজারে হামলা চ1লানো হয়েছে। হামলাকারীরা ‘তৌহিদি জনতা’ ব্যানারে মাজারের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। স্থানীয় সাংবাদিক জানান, কয়েকদিন ধরে মাজারের ওরস আয়োজন নিয়ে এলাকায় উত্তেজনা ছিল, যেখানে দুটি গ্রুপের মধ্যে মতপার্থক্য ছিল। শুক্রবার মাজারের পক্ষ থেকে ওরশ আয়োজন করা হলে, সন্ধ্যায় ওই গ্রুপ হামলা চালায়। তারা ওরশের জন্য তৈরি করা প্যান্ডেলসহ মাজারের অন্যান্য স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। মাজারের খাদেম শহিদুল ইসলাম জিন্না জানান, গত ২১ বছর ধরে মাজারে নিয়মিত ওরশ অনুষ্ঠিত হয়ে আসছিল।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হাসান জানিয়েছেন, রাত ৮টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি, কারণ উত্তেজিত জনতার তাণ্ডব চলছিল। সেনাবাহিনীর সহায়তায় পুলিশ ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছে। মাজারে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতির চরম উত্তেজনা সৃষ্টি করেছে।

ছবি – ডিবিসি নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top