পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরার দারুল উলুম হাক্কানিয়া মসজিদে আজ (২৮ ফেব্রুয়ারি) ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় চারজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। খাইবার পাখতুনখাওয়ার ইন্সপেক্টর জেনারেল পুলিশ (আইজিপি) জুলফিকার হামিদ গণমাধ্যম জিও টিভিকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার জুমার নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে। প্রথম সারিতে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে, যেহেতু জুমার নামাজের জন্য অনেক মুসল্লি মসজিদে উপস্থিত ছিলেন, তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, হামলায় জমিয়ত উলেমা-ই-ইসলামের (জেইউএস-ই) নেতা মাওলানা হামিদুল হক হাক্কানি গুরুতর আহত হয়েছেন। তিনি মাওলানা সামিউল হক হাক্কানির ছেলে, যিনি ২০১৮ সালে এক আততায়ী হামলায় নিহত হন। পুলিশ জানিয়েছে, হামলার লক্ষ্য ছিলেন মাওলানা হামিদুল হক, যিনি ২০০২-২০০৭ সাল পর্যন্ত পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন।
বোমা বিস্ফোরণের পর মসজিদে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য সেসম্পর্কে স্থানীয় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।