বন্যাকান্দিতে দুই দিন ব্যাপি গ্রামীণ যাত্রাপালা অনুষ্ঠিত। উল্লাপাড়া হতে আব্দুস ছালাম শেখ,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দিতে ঐতিহাসিক গ্রামীণ যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে স্বাধীন বাংলা নাট্যগোষ্ঠি ৫ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিল। উক্ত কর্মসূচির অংশ হিসেবে গত ২৪ এবং ২৫ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে বন্যাকান্দি বাজারে এক বিশাল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ২ দিন ব্যাপি গ্রাম বাংলার ঐতিহ্য এপার বাংলার প্রখ্যাত নাট্যকার জালালউদ্দিন রচিত,ভিখারির ছেলে, এবং সামসুল হক রচিত মতিমালা। পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারন সম্পাদক হায়দার আলি আকন্দের সার্বিক নির্দেশনায় ২ দিন ব্যাপি অনুষ্টান পরিচালনা করেন পঞ্চক্রোশি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস ছালাম শেখ। অনুষ্ঠানটি প্রযোজনা করেন আমিনুল ইসলাম আকন্দ, পরিবেশনায় ছিলেন স্বাধীন বাংলা নাট্যগোষ্ঠি, রুপায়নে ছিলেন তাজমুল হাসান দুলাল। অনুষ্ঠানে আগত উপস্থিত দর্শকগন ২ দিন ব্যাপি অনুষ্ঠানকে এযাবৎ কালের সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান বলে অভিহিত করেছেন।