শনিবার, রাত ৪:৪৮, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার, রাত ৪:৪৮, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গোয়ালন্দে রান্নাঘরের আগুন থেকে বসতবাড়ি পুড়ে ছাই

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের বদরুদ্দিন মৃধাপাড়া গ্রামে বসতবাড়ির রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ভুলু শেখের ছেলে মো. জামিল শেখ (৩৫) নামে এক ব্যক্তির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে । পরিবারের সদস্যরা ও স্থানীয় সূত্রে জানা যায়, অসাবধানতাবশত রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।

মুহূর্তের মধ্যে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুন দেখে তাঁদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে প্রায় ১ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনাতে সম্ভব হই।  অগ্নিকাণ্ডের বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান জানান, আমি অগ্নিকান্ডের ঘটনাটি আপনার মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি ইতোমধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারকে দ্রুত সময়ের মধ্যে জেলা প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা আব্দুর রহমান জানান, বসতঘরসহ পরিবারটির প্রায় ২ লক্ষ্য টাকার মালামাল ক্ষতি হয়েছে।

ছবি সংযুক্ত : নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top