শেখ নাজমুল হোসেন,স্টাফ রিপোর্টার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ২নং দেবগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর চর পাচুরিয়া গ্রামের মৃত রফিক শেখ ও মা সালেহা বেগমের ছেলে সালাহ্উদ্দিন শেখ এক বছরেরও বেশি দিন ধরে মরণব্যাধি কিডনী রোগে ভুগছেন। জীবন এখন পুরোপুরি অন্যের সাহায্যের উপর নির্ভরশীল। বর্তমানে ”সালাউদ্দিন শেখ” ঢাকার শ্যামলী (CKD)তে চিকিৎসাধীন অবস্থায় পড়ে আছেন। বেঁচে থাকার আকুতি নিয়ে এখন সমাজের সহৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করছেন সালাহ্উদ্দিন শেখ। পরিবারের সদস্য তাঁর মা সালেহা বেগম জানান, প্রায় এক বছরের বেশি দিন থেকে তাঁর কিডনির সমস্যা ধরা পড়ে। কিন্তু টাকার অভাবে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি।বাবা রফিক শেখের মৃত্যুর পর সংসার চালানো, ও চিকিৎসার খরচ জোগানো তাঁর পক্ষে অসম্ভব।বর্তমানে সালাহ্উদ্দিন এর দুটি কিডনিই বিকল হয়ে গেছে। বেঁচে থাকার জন্য অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করা জরুরি, যা অত্যন্ত ব্যয়বহুল।চিকিৎসকেরা দ্রুত অপারেশনের পরামর্শ দিলেও অর্থ সংকটের কারণে তাঁর চিকিৎসা বন্ধ রয়েছে। সালাহ্উদ্দিন এর মা সালেহা বেগম বলেন, দিন আনে দিন খাই। চিকিৎসার খরচ তো দূরের কথা, সংসারই ঠিকমতো চালাতে পারছিনা না। এক বছরের বেশি ধরে তাঁকে নিয়ে বেঁচে আছি, কিন্তু এখন মনে হয় আর পারব না। যদি সমাজের বিত্তবানরা একটু সহানুভূতি দেখান, তাহলে আমার ছেলে হয়তো বেঁচে থাকবে আরও কিছু দিন। সালাহ্উদ্দিন এর চিকিৎসার জন্য সহৃদয় ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার। সাহায্য পাঠাতে চাইলে যোগাযোগ করতে পারেন । নিচের দেওয়া এই মোবাইল নম্বরে: 01745810312 বিকাশ খোলা আছে।
ছবি যুক্ত: নাজমুল হোসেন,স্টাফ রিপোর্টার