শনিবার, রাত ৪:১২, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার, রাত ৪:১২, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৭টি ফেরি ২২টি লঞ্চ চলাচল করবে

নাজমুল হোসেন,রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ

ছবি গৃহীত, নাজমুল হোসেন,রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ১৭টি ফেরি ও ২২টি লঞ্চ চলাচল করবে। সোমবার (১৭ মার্চ) বেলা এগারোটার দিকে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের সুষ্ঠ ব্যবস্থাপনা ও যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতকল্পে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এর তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক সুলতানা আক্তার পবিত্র ঈদে ঘরমুখো মানুষের নাড়ির টানে বাড়ি ফিরতে ১৭টি ফেরি ও ২২টি লঞ্চ চলাচল করবে এ ছাড়া দৌলতদিয়া প্রান্তে চালু থাকবে ৩টি ঘাট। ঘাট এলাকায় যানজট মুক্ত রাখতে এবং হয়রানি রোধে রাখা হবে জেলা পুলিশের কয়েকটি স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ ভ্রাম্যমান আদালত। সভায় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ছাড়াও স্বাস্থ্য, বিআইডব্লিউটিসি,বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, সড়ক বিভাগ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top