উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
দেশে মাজার ভাঙচুরের কোনো ঘটনা বরদাশত করা হবে না এবং এতে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি, মাজার ভাঙার নামে একটি নৈরাজ্য সৃষ্টি হয়েছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সরকার পরিষ্কারভাবে সতর্ক করে দিতে চায় যে, মাজার ভাঙার মতো ঘটনা আর কোনোভাবেই সহ্য করা হবে না। যারা এতে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ সভায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০২০ এর সংশোধনী আনার বিষয়েও আলোচনা হয় এবং নীতিগত অনুমোদন দেওয়া হয়।
উপদেষ্টা আরও বলেন, ‘বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে। এই পরিস্থিতি বজায় রাখতে, প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট উপদেষ্টাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।’ তিনি জানান, সভায় বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত বিচারক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ধর্ষণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার বিচার দ্রুত সম্পন্ন করা যায়।
ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আজকের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় পুলিশকে একটি সমন্বিত টিম হিসেবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।