আজ ঈদ,ইয়াওমাল ঈদুল ফিতর আজ ঈদুল ফিতর। সায়েমের ঈদ। যিনি সিয়াম সাধনা করে আপন রব থেকে পুরস্কৃত হয়েছেন,ক্কদর রাত্রির সুসন্ধান পেয়েছেন তিনি সায়েম। সিয়ামের সাধক সালাতের গভীরতম স্তরে পৌঁছাতে পেরে সকল কিছু বারিত করে রবের পুরস্কার পেয়ে তিনি সায়েম হয়েছেন। তাঁর জন্য ঈদ মোবারক। সায়েমের ঈদ প্রাপ্তির আনন্দ এবং সিয়ামের কঠোর অনুশীলনে যে, সাধকগণকে মোহসিন ও সায়েম করে তোলে এই সত্যের জন্য ঈদ, আনন্দময় একটি অধ্যায়, একটি প্রাপ্তি, এরচেয়ে আর বড় কী হতে পারে? ঈদ মোবারক।