বৃহস্পতিবার, সকাল ১১:৩৭, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, সকাল ১১:৩৭, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ মহান স্বাধীনতা দিবস ,শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি বীর সন্তানদের স্মরণ করবে

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে সাভার স্মৃতিসৌধে ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতির মিনার। ১৯৭১ সালের ২৬ মার্চে শুরু হয়েছিল স্বাধীনতার চূড়ান্ত সংগ্রাম। আজ ৫৫তম মহান স্বাধীনতা দিবস এবং গৌরবময় জাতীয় দিবস উদযাপন হচ্ছে। জাতি আজ বীর শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।

একাত্তরের ২৬ মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির ওপর হামলে পড়লেও, বাঙালি জাতি দৃঢ় প্রতিরোধ গড়ে তুলে স্বাধীনতার সংগ্রামের যাত্রা শুরু করে। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, অসীম আত্মত্যাগ এবং বীরত্বের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয় এবং জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্‌যাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করেছে। রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দিবসটির প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করবেন। এতে যোগ দেবেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একটি বাণী প্রদান করেছেন, যেখানে তিনি গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি পরমতসহিষ্ণুতা, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে বলেন। তিনি আরও বলেন, ‘‘যুগপৎ তরুণ প্রজন্মের আন্দোলনের মাধ্যমে আমাদের স্বাধীনতার অপূর্ণ স্বপ্ন পূরণ হবে।’’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর বাণীতে দেশের সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘‘স্বাধীনতার পূর্ণ সুফল জনগণের কাছে পৌঁছে দিতে আমরা সংকল্পবদ্ধ।’’ তিনি আরো উল্লেখ করেন, ‘‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুশাসন, ন্যায়বিচার, টেকসই উন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে কাজ চলছে।’’

এছাড়া, দিবসটি উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, যা মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবমুক্ত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top