আজ মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব দিবস। আজ ৩০ মার্চ মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব দিবস। দিবসটি উপলক্ষে নানা আয়োজন হাতে নিয়েছে ইমামিয়া চিশতিয়া নেজামিয়া সংঘ। স্হান সাদরিয়া সোসাইটি, চুনকুটিয়া, আমিনপাড়া, দক্ষিণ কেরানিগন্জ, ঢাকা। আয়োজনে থাকবে গৌতম বুদ্ধের জীবন ও দর্শন নিয়ে আলোচনা ও ভাব বিনিময়, ভাব সংগীত।