বৃহস্পতিবার, দুপুর ২:৩৫, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, দুপুর ২:৩৫, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের জামাতে দুপক্ষের মারামারি, অন্তত ১০/১২ জন গুরুতর আহত ।

উল্লাপাড়া হতে আব্দুস ছালাম শেখ।

সিরাজগঞ্জের উল্লাপাড়ার দমদমা গ্রামের ঈদের জামাতে নামাজ আদায় করতে গিয়ে একই গ্রামের দুপক্ষের প্রভাব বিস্তার কে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তুমুল মারামারি সংঘটিত হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০/১২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ঈদগাহ মাঠের ইমাম সাহেবের বেতনের টাকা আদায় করতে গিয়ে নামাজের পূর্বঘোষিত সময় অতিবাহিত হওয়ার এক পর্যায়ে মুসল্লীরা নামাজ তাড়াতাড়ি শুরু করার জন্য ইমাম সাহেব একপক্ষ তাগিদ দিলে, ইমাম সাহেব দ্রুত নামাজে দাঁড়িয়ে গেলে পিছনে বসা মুসল্লীরা নামাজের তাকবির ও কেরাত ঠিক মত শুনতে পান নাই বলে দাবী করে ইমাম সাহেবকে পূনরায় নামাজ পড়াতে বলেন, এ নিয়ে একই গ্রামের আব্দুস ছালাম মন্ডল এবং হেলাল সরকার গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষই উত্তেজিত হয়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০/১২ জন গুরুতর আহত হন। পরে বিএনপি দলীয় নেতা কর্মীরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করেন। পরবর্তীতে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে ঘটনা স্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন প্রকার মামলা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top