শনিবার, রাত ৮:২২, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার, রাত ৮:২২, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ উল-ফিতর উপলক্ষে ফেরিঘাট ও লঞ্চঘাট পরিদর্শনে জেলা প্রশাসক

নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চঘাট ও ফেরি ঘাট পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক ডিসি মিস সুলতানা আক্তার। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি সার্ভিস, নৌপথে লঞ্চসহ অন্যান্য জলযান সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকল্পে ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রী সাধারনের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে জেলা প্রশাসক লঞ্চ ও ফেরি ঘাট এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শন কালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) উছেন মে, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম,বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ্উদ্দিন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ডিসি সুলতানা আক্তার দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাডা, যাত্রীদের দুর্ভোগ লাঘবে ঘাট এলাকার শৃঙ্খলা রক্ষার বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন। এসময় তিনি ঘাটে চলাচলকারী যানবাহনের সংখ্যা, যাত্রী সেবা, টিকিট ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ঘাট এলাকার অব্যবস্থাপনা বা কোনো সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থানিতে বলেন। পরিদর্শনের সময় জেলা প্রশাসক সাধারণ যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন, এবং তাঁদের সমস্যার কথা শোনেন। তিনি আশ্বস্ত করেন যে, প্রশাসন যাত্রীদের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন এবং ঘাটের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করার জন্য পরামর্শ প্রদান করেন।

ছবি যুক্ত : নাজমুল হোসেন, রাজবাড়ীঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top