রবিবার, দুপুর ১২:১৭, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার, দুপুর ১২:১৭, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

উল্লাপাড়া সমাজসেবা অফিসের লোন নিয়ে অস্বচ্ছতা, দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক –

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সমাজসেবা থেকে প্রতিবন্ধী ও দরিদ্র কোটায় বরাদ্দ করা ঋনের টাকা নিয়ে দূর্নীতির চিত্র ফুটে উঠেছে। সরেজমিনে তদন্ত করে দেখা গেছে ২০০৪ সালে বড় জুমলা গ্রামে প্রতিবন্ধী মোঃ সেলিমের নামে ঋন বরাদ্দ করে তৎকালীন সময়ের ইউনিয়ন কর্মী প্রভাত কুমার সাহা এবং তার সহযোগী মিলে ঋনের টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছে। এর দায় তৎকালীন সমাজসেবা কর্মকর্তা মোঃ আঃ মমিন এড়াতে পারেন না। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হবার পর প্রভাত কুমার সাহা মোঃ সেলিমের বাড়ি গিয়ে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে এবং এক পর্যায়ে ঋন পরিশোধ করে দিবে এই মর্মে চুপচাপ থাকতে বলে। বিষয়টি নিয়ে সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলামকে পত্র মারফত অবহিত করলে এবং তথ্য চাইলে তিনি চুড়ান্ত তথ্য দিতে সময় নেন। লোন জালিয়াতির বিষয়ে প্রভাত কুমার সাহার কাছে প্রশ্ন করলে তিনি বলেন, সেলিম স্বাক্ষর৷ দিয়েছে, টাকা কে পেলো না পেলো তা দেখার বিষয় নয়। লোনের কিস্তি আদায় করতে যান নি কেন, এ প্রশ্নের জবাব তিনি না দিয়ে চুপচাপ থাকেন এবং প্রতিবেদকের উপর চড়াও হন। এ নিয়ে তৎকালীন সমাজসেবা অফিসার মোঃ আঃ মমিনকে মুঠো ফোনে ফোন করলে তাকে পাওয়া যায়নি। তিনি অবসরে চলে গেছেন এবং চাটমহরে বসবাস করেন বলে জানা গেছে।

মোঃ সেলিমের মত আরও বেশ কিছু লোন নিয়ে জালিয়াতি হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে সমাজসেবা অফিসের একজন কর্মকর্তা আমাদের জানিয়েছেন।

ফলোআপ ও বিস্তারিত নিউজ পেতে সঙ্গে থাকুন

ভুক্তভোগী মোঃ সেলিম ও তার মেয়ে লামিয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top