কতল মানে শুদ্ধ করা শিরোনামে গান নিয়ে এলো সৃষ্টি ভিশন। সৃষ্টি ভিশনের প্রযোজনায় গানটিতে কন্ঠ দিয়েছেন ও সুর করেছেন প্রতিশ্রুতিশীল শিল্পী হারুন উদাস। মিউজিক করেছেন জনপ্রিয় মিউজিক কম্পোজার ও কণ্ঠশিল্পী এ এইচ জীবন, ভিডিও সম্পাদনা ও ব্যবস্হাপনায় ছিল রয়েল বেঙ্গল টীম। গানটির কথা লিখেছেন ফারুক ওমর অধীন। ফারুক ওমর অধীন গীতিকার হিসেবে পরিচিত, তিনি ওমর ফারুক নামে সাহিত্যের বিভিন্ন শাখায় লেখালেখি করে থাকেন। গানটির সারকথা সম্পর্কে তিনি বলেন, কতল শব্দের আক্ষরিক অর্থ হত্যা করা বা শিরোচ্ছেদ করা। কিন্তু কতল শব্দের ভাবগত অর্থ হচ্ছে পরিশুদ্ধ করা। একজন মোমিন ব্যক্তি একজন কাফের স্বভাবের ব্যক্তিকে প্রেমের বাঁধনে বেঁধে কাফের স্বভাবটিকে অর্থাৎ তার আমিত্তকে কতল করে দিয়ে মোমিনরূপে পরিগনিত করা, অবশ্য যদি কাফের স্বভাবের ব্যক্তিটি কতল হতে রাজী হয়।অন্যথায় কতল নয়। গানটির সাথে সংশ্লিষ্ট সকলে আশা প্রকাশ করেন যে, দর্শক শ্রোতাদের গানটি ভালো লাগবে