বৃহস্পতিবার, দুপুর ২:৪৯, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, দুপুর ২:৪৯, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা এখন


মোঃ রফিকুল ইসলাম

কবিতা এখন উপচে আষাঢ়
ছলাৎ ছলাৎ চলে
ঝাঁকড়া চুলে সাম্যের কবি
দ্রোহের কথা বলে!

কবিতা এখন লালন মেলা
মানব ধর্মের বাতি ,
জ্ঞানগরিমায় বিশ্ব কবি’র
ছোটগল্পে মাতি!

কবিতা এখন রক্তজবা
বিপ্লবীর লাল টুপি
ধর্মান্ধ লেবাসধারী
অন্ধকারে কুপি!

কবিতা এখন মতলব মিয়া
মেঘনা’র দক্ষ মাঝি
উদ্দ্যাম ঝড়ে লড়াই করে
সম্মুখসমরে গাজী!

কবিতা এখন ফেরারি জীবন
শুনশান বাড়ি ফেরা,
মায়ের আদর দহন পাঁজর
লাউয়ের ডগায় ঘেরা!

কবিতা এখন জঙ্গির দাওয়াই
শাণিত তলোয়ার
হোক প্রতিবাদ আলোর মশাল
ঘুচাইবে অন্ধকার!

কবিতা এখন শামসুর রহমান
সাহসী মানুষের কবি
শহীদ জননী জাহানারা ইমাম
মুক্তিযুদ্ধের ছবি!
২২/০৩/২০২৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top