নিউজ ডেস্ক
দুই দিন ধরে কিস্তির টাকা না পাওয়ায় ফাতেমা বেগম নামে এক নারীর বাড়ি থেকে তার ছাগল নিয়ে গেছেন রাজশাহী জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থার একজন কর্মী। এ ঘটনা রোববার (২ মার্চ) সকালে নগরীর তালাইমারী এলাকায় ঘটে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ওই কর্মী ছাগলটি ফেরত দিতে বাধ্য হন।
ফাতেমা বেগম জানান, তিনি হাদির মোড়ে সবজি বিক্রি করেন এবং ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। এর মধ্যে ৪ হাজার টাকা শোধ করেছেন, তবে সম্প্রতি একটি দুর্ঘটনায় কোমরে আঘাত পেয়েছেন এবং সবজি বিক্রি করতে পারছেন না, যার কারণে দুটি কিস্তি দিতে পারেননি। এই কারণে সংস্থার কর্মী তার বাড়ি থেকে ছাগল নিয়ে যান।
ফাতেমা বেগম জানান, রোববার সকালে সেহরি খেয়ে তিনি বোনের বাড়িতে ঘুমাচ্ছিলেন। তার অনুপস্থিতিতে সংস্থার মাঠকর্মী কিস্তি আদায়ে তার বাড়িতে আসেন এবং তাকে না পেয়ে একটি ছাগল নিয়ে চলে যান। যদিও ছাগলটি তার নিজস্ব ছিল না, এটি রিসা বেগমের একটি ছাগল, যা তিনি আধাআধি হিসেবে পালন করছিলেন।
রোববার দুপুর ১২টার দিকে ফাতেমা ও রিসা বেগম সংস্থার কার্যালয়ে গিয়ে ছাগলটি ফেরত চান। পরে সংস্থার কর্মকর্তা নাসিরুল্লাহ কবীর রিসা বেগমকে ছাগলটি বুঝিয়ে দেন। এ সময় রিসা বেগম বলেন, “সুদ খাওয়ার কারবার করছেন তো, আল্লাহই দিবে।”
স্থানীয়রা জানান, সংস্থাটি দুই বছর ধরে ঋণ কার্যক্রম পরিচালনা করছে, তবে তাদের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কোনো নিবন্ধন নেই।
রাজশাহী জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রবিন ইসলাম বলেন, জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থা নামে কোনো নিবন্ধিত সংস্থা রয়েছে কি না, তা তিনি দেখে জানাতে পারবেন। কিস্তি দিতে না পারায় ছাগল নিয়ে যাওয়ার বিষয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ করতে পারেন।