বৃহস্পতিবার, দুপুর ২:৩৭, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, দুপুর ২:৩৭, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গহিনের আওয়াজ

রতন সেন

হে বিবেক-

জেগে ওঠো- আর কত –

ঘুমিয়ে থাকবে?

তোমার ঘুমের সাথে সাথে –

ঘুমিয়ে গেছে মানবতা -,

নিঃশেষ হতে চলেছে –

অসহায় মানুষের অধিকার -,

নিগৃহীত হচ্ছে বেঁচে থাকার আকুল আকুতি!

তুমি কি অন্ধ?

তুমি কি দেখতে পাও না-

রাস্তায় ডাস্টবিনে ফেলে যাওয়া-

সদ্য জন্মানো শিশুটি –

কুকুরের মুখে?

তুমি কি দেখতে পাও না-

নারী ও শিশুকে গাছের সাথে বেঁধে –

মধ্যে যুগের বর্বরতা?

তুমি কি দেখতে পাও না-

স্বামীর হাত থেকে – স্ত্রীকে কেড়ে নিয়ে –

ধর্ষনের উল্লাস?

তুমি দেখো না – দেখতে পাও না-

সত্য প্রকাশ আজ-

অবরুদ্ধ!

আর কত?

আর কত ধর্ষন, খুন, রাহাজানি-

নারীর শ্লীলতাহানি – আর-

অসহায় মানুষের আর্তনাদ শুনলে –

তোমার ঘুম ভাঙবে?

সভ্যতার সভ্য দানবেরা আজ-

রক্ত পানে ব্যস্ত-!

হে বিবেক-

তুমি জাগ্রত হও-

রক্ষা করিতে আমাদের!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top